মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

হিজবুত তাহরীর বিরুদ্ধে সোচ্চার শিক্ষার্থীকে তুলে নিল র‌্যাব!

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, কুবি
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫, ০৮:৪৬ এএম

শেয়ার করুন:

হিজবুত তাহরীর বিরুদ্ধে সোচ্চার শিক্ষার্থীকে তুলে নিল র‌্যাব!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হান্নান রহিমকে হিজবুত তাহরীরের সদস্য সন্দেহে র‍্যাব-১১ তুলে নিয়ে যায়। তবে তিনি গত ২৪ ঘণ্টায় হিজবুত তাহরীরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সরব ছিলেন। পরে কুমিল্লা কোতোয়ালি থানায় তাকে হস্তান্তর করলে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কোটবাড়ির চাঙ্গীনির মেস থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।


বিজ্ঞাপন


হিজবুত তাহরীরের বিরোধিতা করে হান্নান তার ফেসবুকে লিখেন, ‘হিজ*বুত তাহ*রীর লীগ’, ‘হিজ*বুত তাহ*রীরকে প্রতিহত করুন’। কাউকে জানা থাকলে প্রশাসনকে তালিকা দিয়ে সহযোগিতা করুন।’

আরও পড়ুন

পুলিশের হুঁশিয়ারি উপেক্ষা করে হিযবুত তাহরীরের মিছিল

কুমিল্লা কোতোয়ালি থানায় কথা বলে জানা গেছে, ভুল অভিযোগের ভিত্তিতে তাকে তুলে আনে র‍্যাব-১১। আমাদের হস্তান্তর করা হলে। আমরা জিজ্ঞাসাবাদ করে বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে হস্তান্তর করি।

এই বিষয়ে র‍্যাব-১১ এর সঙ্গে কথা বলে জানা গেছে, তাকে হিজবুত তাহরীর সন্দেহে তুলে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের করা হবে  এবং ১০-১২ জনের একটা লিস্ট আছে যাদের আজকালের মধ্যে তুলে নেওয়া হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর