মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নতুন সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ থেকে ২ সমন্বয়কের পদত্যাগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৯ এএম

শেয়ার করুন:

নতুন সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ থেকে ২ সমন্বয়কের পদত্যাগ

সদ্য আত্মপ্রকাশ করা ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে পদপ্রাপ্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে তারা এ ঘোষণা দেন। কমিটিতে ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আধিপত্যের প্রতিবাদে তারা পদত্যাগ করেন। 


বিজ্ঞাপন


পদত্যাগ করা দুজন হলেন, সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মেহেদী সজীব ও যুগ্ম সদস্য সচিব সালাহউদ্দিন আম্মার। তারা দুজনই রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ২০৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। এতে ৬ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে মেহেদী সজীব এবং ১ নম্বর যুগ্ম সদস্য সচিব হিসেবে সালাহউদ্দিন আম্মারের নাম ঘোষণা করেন তিনি।

নাম ঘোষণার কয়েক ঘণ্টার ব্যবধানে পদত্যাগের ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই দুই সমন্বয়ক।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর