শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

দারুননাজাত একাডেমিতে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৫ এএম

শেয়ার করুন:

loading/img

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দারুননাজাত একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। শনিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার ডেমরার দারুননাজাত একাডেমি অডিটরিয়ামে পাঁচটি গ্রুপে এই আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গত ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্লে থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত সকল ক্লাসে প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হয়। কবি ফররুখ আহমদের মাতৃভাষা, কবি আল মাহমুদের একুশের কবিতা ও কবি কায়কোবাদের বঙ্গভূমি ও বঙ্গভাষা কবিতা ছিল শিক্ষার্থীদের জন্য নির্ধারিত।


বিজ্ঞাপন


কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ক্ষুদে শিক্ষার্থীরা বেশ উৎফুল্ল। পুরস্কার বিজয়ী প্রথম শ্রেণির শিক্ষার্থী মেহরান তাজমিল বলে, ‘দারুননাজাত একাডেমিতে অনেক অনুষ্ঠান হয়। আমরা এখানে অনেক আনন্দ করি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি করেও অনেক আনন্দ পেয়েছি। আমি আমার বন্ধুদের সাথে এই প্রতিষ্ঠান নিয়ে অনেক গল্প করি। এখন সেই গল্পের মাত্রা আরো বাড়বে। বিশেষ করে কবিতা আবৃত্তিতে পুরস্কার অর্জন আমার জন্য অনেক বেশি আনন্দের।’

অনুষ্ঠানে দারুননাজাত একাডেমির সিইও নাজমুল ইসলাম, বাংলা বিভাগের প্রভাষক ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার সমন্বয়ক শাকিল আহমেদ উপস্থিত ছিলেন।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর