আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ও অমর একুশে কুইজ প্রতিযোগিতা আয়োজন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অহংকার ভাষা শহীদ রফিকসহ ভাষা সৈনিকদের স্মরণ ও ইতিহাস চর্চায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এগিয়ে দু’পাশে আলোকচিত্র প্রদর্শনী এবং মাতৃভাষা চর্চায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অমর একুশে কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সকলকে বিশেষভাবে আমন্ত্রণ এবং অমর একুশে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হল।
আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের অন্যতম ধারক ও বাহক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একুশে ফেব্রুয়ারিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশ লালিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্বিবদ্যালয় শাখা কর্তৃক অনলাইনে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে অনলাইনে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সকলের অংশগ্রহণের উন্মুক্ত করে দেওয়া হয়েছে। দেশপ্রেমের চেতনায় সবাই উদ্বুদ্ধ হয়ে মানবিক দেশ গড়ে তুলবে।
কুইজের অনলাইন লিংক : https://forms.gle/mPYz7MSKEtTZDNQc8
বিজ্ঞাপন
প্রতিনিধি/এফএ