রোববার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ঢাকা

জাবিতে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৯ এএম

শেয়ার করুন:

জাবিতে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অবশেষে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।

মঙ্গলবার জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।


বিজ্ঞাপন


সভা শেষে রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন।

এর আগে প্রথম বর্ষে ভর্তিতে পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে নতুন প্রশাসনিক ভবন অবরোধ করে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল হয়ে কেন্দ্রীয় লাইব্রেরি ঘুরে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর প্রশাসনিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

ju-3
জাবিতে পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে নতুন প্রশাসনিক ভবন অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভে শিক্ষার্থীদের ‘হলে হলে খবর দে, পোষ্য কোটার কবর দে’, ‘সংস্কার না বাতিল; বাতিল, বাতিল’, ‘কোটা না মেধা; মেধা, মেধা’, ‘এসো ভাই, এসো বোন, গড়ে তুলি আন্দোলন’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

অন্যদিকে পোষ্য কোটা বহালের দাবিতে বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।

উদ্ভূত পরিস্থিতিতে বিকেলে জরুরি সভায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘ আলোচনা শেষে রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন।

উপাচার্য কামরুল আহসান বলেন, শিক্ষার্থীদের দাবি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনের সঙ্গে আমরা জরুরি আলোচনায় বসি। সব অংশীজন পোষ্য কোটার বিষয়টি বিবেচনার দায়িত্ব কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির ওপর দেয়। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভায় পোষ্য কোটা বাতিল করা হয়েছে।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর