সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাবিতে গাছের মগডালে ঝুলছিল একজনের মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৫, ১১:৪১ এএম

শেয়ার করুন:

ঢাবিতে গাছের মগডালে ঝুলছিল একজনের মরদেহ

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি মেহগনি গাছ থেকে ঝুলিয়ে থাকা অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তার নামপরিচয় জানা যায়নি। আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির বলে ধারণা করছে পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।


বিজ্ঞাপন


du

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ হাদিউজ্জামান জানান, সকাল পৌনে নয়টার দিকে ঢাবির গণিত বিভাগের বিপরীত পাশে ফুটপাতে একটি মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগিয়ে এক ব্যক্তিকে ঝুলতে দেখেন পথচারীরা। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে গাছ থেকে মরদেহটি নিচে নামানো হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

এসআই হাদিউজ্জামান আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে ওই ব্যক্তি ভবঘুরে। থাকতেন ওই এলাকার ফুটপাটেই। মানসিক সমস্যাও ছিল তার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোনো সময় গাছের চূড়ায় উঠে তিনি গলায় ফাঁস দিয়েছেন। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর