বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ইস্ট এশিয়ান ইউনিভার্সিটি নামে একটি অননুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবৈধ কার্যক্রম চালানোর প্রমাণ পেয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://eaub.info/) এ মিথ্যা তথ্য উপস্থাপন করা হচ্ছে, যা শিক্ষার্থী, অভিভাবক এবং চাকরিদাতা প্রতিষ্ঠানের জন্য প্রতারণা হতে পারে। এজন্য ইউজিসি সকলকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে।
ইউজিসি'র পরিচালক (পাবলিক রিলেশন্স ম্যানেজমেন্ট) ড. শামসুল আরেফিন স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, একটি প্রতিষ্ঠিত বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের মানবসম্পদ শাখার এক কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের সনদের সঠিকতা যাচাই করার জন্য ইউজিসি'র কাছে অনুরোধ করেছিলেন। এরপর ইউজিসি বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহে উদ্যোগ নেয়।
বিজ্ঞাপন
গত ২০ জানুয়ারি, ইউজিসির একটি পরিদর্শন টিম রাজধানীর পূর্ব মেরুল বাড্ডায় গিয়ে সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা করে। সেখানে তারা কোন ক্যাম্পাসের অস্তিত্ব খুঁজে পায়নি এবং রিপোর্টে উল্লেখ করা হয় যে, এই বিশ্ববিদ্যালয়টি কোনো সরকারি অনুমোদন ছাড়াই অবৈধভাবে পরিচালিত হচ্ছে।
ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়টির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোর অনুমোদনের দাবি করা হলেও, বাস্তবে কোনো অনুমোদন না থাকার প্রমাণ পাওয়া গেছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গুগল সার্চের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নাম টাইপ করলে প্রথমে "এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ" প্রদর্শিত হয়, তবে ক্লিক করলে ইস্ট এশিয়ান ইউনিভার্সিটির পেইজ ওপেন হয়। এছাড়াও, ইস্ট এশিয়ান ইউনিভার্সিটির নামের ওপর ক্লিক করলে অন্য একটি প্রতিষ্ঠানের পেইজ, ইবাইস ইউনিভার্সিটি (https://ibais.ac/) খুলে যায়।
ইউজিসির পরিদর্শন টিম তাদের প্রতিবেদনতে সুপারিশ করেছে, এই ওয়েবসাইটের (https://eaub.info/) ডোমেইনটি দ্রুত বন্ধ করার জন্য বিটিসিএল-এ পত্র প্রেরণ করা হোক। এছাড়া, এই প্রতিষ্ঠানটির পরিচালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়কেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিইউ/এইউ