শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ঢাকা

পাঠ্যবইয়ে আওয়ামী লীগকে ‘সবচেয়ে বড়’ দলের তকমা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৫, ০৭:১৫ পিএম

শেয়ার করুন:

পাঠ্যবইয়ে আওয়ামী লীগকে ‘সবচেয়ে বড়’ দলের তকমা

২০২৫ সালের নবম-দশম শ্রেণীর পাঠ্য বইয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং বৃহত্তম রাজনৈতিক দলের তকমা দিতে দেখা গেছে।

গতকাল, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে প্রকাশিত পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের পাঠ্য বইয়ের ৭৩ নম্বর পৃষ্ঠায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সম্পর্কে সংক্ষেপে লেখা হয়। এতে আওয়ামী লীগ সম্পর্কেও লেখা হয়।


বিজ্ঞাপন


উক্ত বইয়ে বলা হয়, আওয়ামী লীগ এ দেশের সবচেয়ে পুরাতন ও বৃহত্তম রাজনৈতিক দল। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকায় আওয়ামী মুসলীম লীগ নামে দলটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৫৫ সালে দলের নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয়। বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও শোষণমুক্ত সমাজ বিনির্মাণ আওয়ামী লীগের মূলনীতি।

এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসান বলেন, বিষয়টা সম্পর্কে মাত্র অবগত হলাম। আমাদের পক্ষ থেকে পুনঃনিরীক্ষণ করা হবে। 

প্রসঙ্গত, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গণহত্যার দায় নিয়ে ভারতে পালিয়ে গিয়েছেন দলটির প্রধান শেখ হাসিনা। আত্মগোপনে আছেন দলটির অনেক নেতাকর্মী। নিষিদ্ধ হয়েছে দলটির অন্যতম অঙ্গসংগঠন ছাত্রলীগ।

আরএ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর