বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ঢাকা

জুলাই বিপ্লবের স্মৃতিতে ঢাবির আবাসিক ভবনের নামকরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৫, ০৩:৫৮ পিএম

শেয়ার করুন:

জুলাই বিপ্লবের স্মৃতিতে ঢাবির আবাসিক ভবনের নামকরণ
নবনির্মিত ভবন। ছবি: ঢাকা মেইল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১১ তলা বিশিষ্ট ও ১০০০ ছাত্রের আবাসনের জন্য নির্মিত ভবনের নাম 'জুলাই শহীদ স্মৃতি ভবন' করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) পাঠানো এক বার্তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় গৃহীত এক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।


বিজ্ঞাপন


এর আগে শিক্ষার্থীরা ভবনের বিভিন্ন নাম প্রস্তাব করেন, যেখানে জুলাই বিপ্লবের স্মৃতি জড়িয়ে ছিল। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে এটিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম জুলাই-আগস্টের স্মৃতি বহনকারী স্থাপনা হয়ে রইল।

আরও পড়ুন

‘জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর’ হবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে

বার্তায় বলা হয়, উক্ত ভবনের নামকরণের বিষয়ে শিক্ষার্থীদের নিকট হতে নাম প্রস্তাব করার জন্য বল্য হয়েছিল। এরই প্রেক্ষিতে হলের শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী নতুন ভবনের নামকরণের জন্য যেসব নাম প্রস্তাব করে সেগুলো, জুলাই স্মৃতি ভবন, জুলাই বিপ্লব ভবন, জুলাই ২৪ ভবন, বিজয় ২৪ ভবন।

বার্তায় আরও বলা হয়, সিদ্ধান্ত নেওয়া হয় যে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১০০০ শিক্ষার্থীর জন্য নবনির্মিত ১১ তলা হল ভবনের নাম ‘জুলাই শহীদ স্মৃতি ভবন’ নামকরণ করা হলো।


বিজ্ঞাপন


আরএ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর