বিশ্বের শীর্ষস্থানীয় চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার কর্তৃক স্কোপাস ডাটার সর্বশেষ র্যাঙ্কিংয়ে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।
গত ৫ ডিসেম্বর নেদারল্যান্ডসভিত্তিক এলসেভিয়ার এই র্যাঙ্কিং প্রকাশ করে। এলসেভিয়ার’র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত গবেষণাপত্রের ওপর ভিত্তি করে বিশ্বের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা তৈরি করা হয়।
বিজ্ঞাপন
তালিকায় দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নবম স্থানে রয়েছে যবিপ্রবি। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়টি প্রায় ৪৫০টি গবেষণাপত্র প্রকাশ করেছে।
এ বিষয়ে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, বিভিন্ন র্যাঙ্কিংয়ে এই সাফল্য ধরে রাখার জন্য আমাদের মূল লক্ষ্য গুণগত শিক্ষা নিশ্চিত করা এবং গবেষণামূলক শিক্ষাকে আরও এগিয়ে নেওয়া। এ বছর ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক গবেষণা প্রকল্প আমরা ফান্ডিং করেছি। পাশাপাশি, গবেষণার মানোন্নয়নে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্কোপাস-ইনডেক্সড জার্নালে কমপক্ষে একটি গবেষণাপত্র প্রকাশের শর্তে স্কলারশিপ প্রদান করেছি। এছাড়া গবেষণা ও উদ্ভাবনে শিক্ষক ও শিক্ষার্থীদের পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (প্রকাশিত গবেষণাপত্র: ১৫০০+)। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) (প্রকাশিত গবেষণাপত্র: ৮০০+) এবং তৃতীয় স্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয় (প্রকাশিত গবেষণাপত্র: ৭০০+)।
আরও পড়ুন
বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাদান, গবেষণা, গবেষণা-উদ্ধৃতি, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং শিল্পখাতে জ্ঞানের বিনিময়ের ওপর ভিত্তি করে এ তালিকা তৈরি করা হয়। এলসেভিয়ার প্রতিবছর ২,০০০-এরও বেশি জার্নাল প্রকাশ করে, যার মধ্যে প্রতিবছর প্রায় ২.৫ লাখ নিবন্ধ যুক্ত হয়।
প্রতিনিধি/এফএ