আগামী সোশ্যাল ওয়েলফেয়ার এলামনাই অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পুনর্মিলনীর দিন ধার্য করা হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) এই পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কেরানীগঞ্জের কোনাপাড়ায় অবস্থিত শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কে পুনর্মিলনী হবে।
বিজ্ঞাপন
পুনর্মিলনী উপলক্ষে প্রতিবারের মতো এবারও একটি আকর্ষণীয় স্যুভেনির প্রকাশ করা হবে। স্যুভেনির-২০২৫ প্রকাশের জন্য সদস্যদের কাছ থেকে লেখা আহ্বান করা হয়েছে।
লেখা দিতে আগ্রহীদের মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে [email protected], [email protected], [email protected] & [email protected] মেইলে সফট কপি পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
পুনর্মিলনীতে অংশ নিতে জনপ্রতি চাঁদা ধার্য করা হয়েছে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা (এলামনাই, স্পাউস, ফ্যামিলি মেম্বার)। চালকের জন্য ধরা হয়েছে ৫শ টাকা।
এই লিংকে https://swaadu.org/all_fees.php ক্লিক করে রেজিস্ট্রেশন করা যাবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
রেজিষ্ট্রেশন এবং স্যুভেনিরে লেখা ১৫ জানুয়ারির মধ্যে জমা দেওয়া যাবে।
বিস্তারিত জানতে- অধ্যাপক তাহমিনা আখতার (০১৭১১২৩৯২১৮), আলী আযম জুয়েল (০১৭১১৯০২৫২৫), গোলাম রসুল সানি (০১৭১৭২০৫০৪৫), মো. ওমর ফারুক এলিন (০১৭০০৭৪৪৯০৯), শেখ মাহবুবুর রহমান (০১৭১৬৫১১৫১২) এর সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
বিইউ/এএস