শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

২০২৫ সালে কলেজে ছুটি কতদিন?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৫, ১১:২৯ এএম

শেয়ার করুন:

২০২৫ সালে কলেজে ছুটি কতদিন?

সরকারি ও বেসরকারি কলেজ, সরকারি আলিয়া মাদরাসা এবং টিটি কলেজে ২০২৫ সালে মোট ৭১ দিন ছুটি থাকবে। এর মধ্যে ২ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত পবিত্র রমযান, স্বাধীনতা দিবস, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটির কারণে একটানা ২৫ দিন বন্ধ থাকবে কলেজগুলো।

রোববার (৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় ২০২৫ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে। রাষ্ট্রপতির আদেশে ছুটির তালিকায় সই করেছেন উপসচিব মোসা. রোকেয়া পারভীন।


বিজ্ঞাপন


জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ কিছু দিবস, যেমন ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ এবং ১৬ ডিসেম্বর, ক্লাস বন্ধ থাকলেও ওই দিনগুলোতে সংশ্লিষ্ট দিবসগুলো উদ্‌যাপনের জন্য বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে হবে।

আরও পড়ুন
২০২৫ সালের মাদরাসায় ছুটির তালিকা প্রকাশ

এবারের ছুটির তালিকায়, গত কয়েক বছরের মতো, ১৫ আগস্ট শোক দিবসের জন্য কোনো ছুটি নেই। তবে ঈদুল আযহা উপলক্ষে ৩ জুন থেকে ১২ জুন পর্যন্ত মোট ৮ দিন এবং দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১০ দিন ছুটি থাকবে। এছাড়া শীতকালীন অবকাশ হিসেবে ১৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১৪ দিন কলেজ বন্ধ থাকবে।

এদিকে, ২০২৫ সালে সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলগুলোর জন্য ৭৬ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে, যা সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করেছে।


বিজ্ঞাপন


এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর