বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫ সেশনের নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী মুহিবুর রহমান মুহিব এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন দর্শন বিভাগের একই সেশনের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান।
নবনির্বাচিত সভাপতি মুহিবুর রহমান মুহিব শহীদ সালাম বরকত হলের আবাসিক শিক্ষার্থী এবং সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। তারা উভয়ই বিশ্ববিদ্যালয়ের ৪৭ ব্যাচের (২০১৭-১৮ সেশন) শিক্ষার্থী।
বিজ্ঞাপন
শুক্রবার (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সদস্য সমাবেশে এই কমিটি নির্বাচিত হয়। সমাবেশটি কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক সদেক আব্দুল্লাহর সঞ্চালনায় পরিচালিত হয়।
নবগঠিত কমিটির সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন, শাখা ছাত্রশিবিরের সদস্যদের ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত করা হয়েছে। সদস্যদের পরামর্শের ভিত্তিতে সেক্রেটারি মনোনীত করা হয়েছে। আগামীতে সভাপতি-সেক্রেটারি সবার মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
সমাবেশে কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ, শাখা ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি হারুনুর রশিদ রাফি, বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
ইএ

