শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নূরানী তালীমুল কুরআন বোর্ডের ফল প্রকাশ শনিবার

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬ পিএম

শেয়ার করুন:

নূরানী তালীমুল কুরআন বোর্ডের ফল প্রকাশ শনিবার
ছবি: সংগৃহীত

নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ পরিচালিত তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও ‘শিশু শিক্ষায় নূরানীর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা আগামী শনিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

ওইদিন সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই ফলাফল প্রকাশ করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বোর্ডের পরিচালক মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন।


বিজ্ঞাপন


নূরানী তা'লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ-এর পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন জানান, নিরক্ষরতা দূরীকরণ, ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছানো, প্রতিটি গ্রামীণ জনপদে নূরানী মাদরাসা প্রতিষ্ঠা এবং আগামী প্রজন্মের সন্তানদের বুকে ইসলামের সবুজ চারা রোপণ করতে আমরা কাজ করছি। শায়খুল কুরআন আল্লামা ক্বারী বেলায়েত রহ.-এর ত্যাগ, কোরবানি ও ইখলাসের ফসল আজকের নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ। অবহেলিত জনগোষ্ঠীর জন্য কুরআন শিক্ষাকে সহজাতকরণে নূরানী তালীমুল কুরআন বোর্ড বিশেষ ভূমিকা রাখছে।

আরও পড়ুন

সম্মিলিত নূরানী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইসমাইল, মহাসচিব হারুন

মাওলানা ইসমাইল বেলায়েত বলেন, সারাদেশে নিজস্ব সিলেবাসে বাংলা ইংরেজি ও গণিতকে গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। শিক্ষকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছি। আগামী দিনেও কুরআনের খেদমতে শায়খুল কুরআনের পরিবার বিশেষ ভূমিকা রাখবে।

জানা গেছে, নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এন,টি,কিউ,বি) পরিচালিত তৃতীয় শ্রেণির ১৮তম সমাপনী পরীক্ষা গত ৩০ নভেম্বর (শনিবার) দেশব্যাপী একসঙ্গে শুরু হয়। চলে ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত। এতে অংশ নেয় ৭২ হাজার ২৩০ জন ছাত্র-ছাত্রী।


বিজ্ঞাপন


জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর