শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আবাসিক হল কর্মকর্তা থাকেন শিক্ষক কোয়ার্টারে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৬ পিএম

শেয়ার করুন:

আবাসিক হল কর্মকর্তা থাকেন শিক্ষক কোয়ার্টারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলে আবাসিক শিক্ষক কোয়ার্টারে অবৈধভাবে সপরিবারে অবস্থান করছেন হলটির কেয়ারটেকার এইচ এম ইমরান।

নাম প্রকাশে অনিচ্ছুক  হলের এক কর্মচারী ঢাকা মেইলকে তার আবাসিক শিক্ষক কোয়ার্টার দখলের ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, আগের প্রভোস্টের সময়ে নিয়োগ পান এই ব্যক্তি৷ শিক্ষকরা বাসা দেখতে গেলে সে সুকৌশলে বাসা ব্যবহারের উপযোগী নয় এমন পরিবেশ সৃষ্টি করে রাখতো। ওয়াশরুমের ময়লা পানি, প্যাকেট, আবর্জনা, বাসায় ছড়িয়ে ছিটিয়ে রাখতো দেখে যেন মনে হয় এটি কোন ডাস্টবিন। এভাবে ক্রমান্বয়ে একের পর এক শিক্ষক এসে বাসাটি পছন্দ না করলে সুযোগ পেয়ে বাসাটি বাগিয়ে নেন ইমরান।


বিজ্ঞাপন


তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের স্যার এফ রহমান হলের নেতা ও পরবর্তীতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ছিলেন। বাসাটিতে থাকার আগে সে কোথায় থাকতো এই প্রশ্নের জবাবে তিনি জানান, আগে এফ রহমান হল এর পিছনে স্টাফ কোয়ার্টার ছিল টিনশেডের সেখানে সে থাকতো তার স্ত্রীসহ। সেখানেও সে দুর্ব্যবহার এবং বাজে পরিবেশ সৃষ্টি করে আশেপাশের প্রতিবেশীদের বাসা ছাড়তে বাধ্য করে।

এ বিষয়ে হলটির সিনিয়র কেয়ারটেকার এইচ এম ইমরান বলেন, সকলে মিলে আমাকে বাসাটি দেয়, আমি হলে নিয়মিত থাকি তাই আমার হলের একটু কাছাকাছি থাকা প্রয়োজন৷ সেসময়ের প্রভোস্ট স্যার এবং সকলেই ঐকমত্যে পৌঁছে আমাকে এই বাসায় থাকতে দেন। তারা যদি বলেন তাহলে আমি এখনই বাসা ছেড়ে দেব এতে কোন সমস্যা নেই।

স্যার এফ রহমান হলের প্রভোস্ট কাজী মাহফুজুল হক বলেন, বিষয়টা আমি জানলাম। এ প্রসঙ্গ আমাদের হাউস টিউটরদের মিটিংয়ে তুলবো। আমাদের দু’জন হাউস টিউটর এখনো বাসা পাননি সেখানে হাউস টিউটর বাদে অন্য কেউ থাকতে পারবে না। হাউস টিউটরদের বাসায় শুধুমাত্র শিক্ষকরা থাকবেন।

আরএ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর