মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাবি’র সিন্ডিকেট থেকে বাদ যাচ্ছেন ৫ জন সদস্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:১৪ পিএম

শেয়ার করুন:

ঢাবি’র সিন্ডিকেট থেকে বাদ যাচ্ছেন ৫ জন সদস্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী মহল তথা সিন্ডিকেট বডিতে আসছে পরিবর্তন। সিন্ডিকেট সভায় আমন্ত্রণ পাবেন না বর্তমান বডির ৫ জন সদস্য।

রবিবার (৮ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। ১৮ জন সিন্ডিকেট সদস্যের বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত সদস্যরা আর সে সকল ক্যাটাগরির প্রতিনিধিত্ব করেন না বলে পরবর্তী মিটিং থেকে তারা আর আমন্ত্রণ পাবেন না।


বিজ্ঞাপন


প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং নিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের ক্ষোভ ছিল। তারই পরিপ্রেক্ষিতে আমরা এটি বিজ্ঞ আইনজীবীদের সমন্বয়ে গঠিত ল রিভিউ কমিটির কাছে পাঠাই। এই কমিটির সদস্য ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নকীব নসরুল্লাহ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড.নাইম আহমেদ, সুপ্রিম কোর্টের ব্যারিস্টার ও অ্যাডভোকেট ড. ইমাম হোসেন, ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ ইকরামুল হক তারা আমাদেরকে দু’টি পরামর্শ দিয়েছেন।

প্রথমত, ডিন এবং প্রভোস্ট ক্যাটাগরিতে নির্বাচিত শিক্ষকরা তাদের প্রতিনিধিত্বকারী পদ ডিন কিংবা প্রভোস্ট পদে যদি আর বহাল না থাকেন তাহলে তারা যে প্রতিনিধিত্বের কারণে নির্বাচিত হয়েছিলেন সেটি আর থাকছে না। ফলে তাদের পরবর্তী মিটিং থেকে আমন্ত্রণ না জানালেও আইনগত জটিলতায় পড়তে হবে না বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।

দ্বিতীয়ত, শিক্ষকদের প্রতিনিধিত্বকারী প্রভাষক সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপক ও অধ্যাপক ক্যাটাগরিতে নির্বাচিত যারা ছিলেন তাদের অনেকের পদোন্নতি হয়েছে। তারাও আর তাদের প্রতিনিধিত্বের জায়গায় না থাকায় তাদেরকেও আমন্ত্রণ না জানানোতে কোন জটিলতা থাকল না।

তিনি আরও বলেন, আইনগতভাবে জটিলতা নিরসন হওয়ার কারণে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে, আমরা এই সিন্ডিকেট মেম্বারদের আগামী কোন বৈঠকের আহ্বান বা আমন্ত্রণ জানাবো না।
বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট যে ৫ জন সদস্যকে আহ্বান জানানো হবে না তারা হলেন, সহকারী অধ্যাপক ক্যাটাগরি থেকে মুহাম্মদ শরীফুল ইসলাম, প্রভাষক ক্যাটাগরি থেকে মিসেস মাহিন মুহিত, সহযোগী অধ্যাপক ক্যাটাগরি থেকে আবু মুহাম্মদ আহসান, ডিন ক্যাটাগরি থেকে আব্দুস ছামাদ ও প্রভোস্ট ক্যটাগরি থেকে ড. মাসুদুর রহমান।


বিজ্ঞাপন


বাদ যাওয়া সদস্যদের কারণে যে সকল শূন্যতা সৃষ্টি হয়েছে সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা ছাড়াও সিন্ডিকেট চলতে পারবে; তবে নতুনরা আসবে নির্বাচিত হয়ে।

আরএ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর