শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ঢাকা

ঢাবিতে শিবিরের দেয়ালচিত্রে ১৬ বছরের গুম-খুনের দলিল

রুদ্র আসাদ, ঢাবি
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৪১ পিএম

শেয়ার করুন:

ঢাবিতে শিবিরের দেয়ালচিত্রে ১৬ বছরের গুম-খুনের দলিল
ছবি: ঢাকা মেইল

প্রায় ১৬ বছর পর নিজেদের অবস্থান জানান দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে চিত্র এঁকেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এতে জুলাই বিপ্লবের পাশাপাশি ১৬ বছর ধরে ছাত্রলীগের গুম-খুন এবং পাকিস্তান আমলের হত্যাকাণ্ডের চিত্রও স্থান পেয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হলের নির্মাণাধীন নতুন ভবনের পেছনের দেয়ালে কাঁটাবন রোডের ফুটপাতের পাশে এসব দেয়াল চিত্রকর্ম দেখতে পাওয়া যায়। কাঁটাবন শাখা পাঠক সমাবেশ থেকে শুরু করে বঙ্গবন্ধু হলের নতুন ভবনের পেছনের সীমানা দেওয়ালের পুরোটাজুড়েই শিবিরের লোগো সংযুক্ত দেয়াল চিত্র রয়েছে। এতে শিবিরের নিজস্ব চিন্তাধারা এবং জুলাই বিপ্লবে আওয়ামী সরকারের সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের চিত্র ফুটে উঠেছে। এটি গুম-খুনের দলিল হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।  


বিজ্ঞাপন


আরও পড়ুন

পাল্টে গেছে ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির চিত্র!

সর্বমোট ৪২টি দেয়ালচিত্র দেখা যায় সেখানে। জুলাই বিপ্লবের একাধিক শহীদের চিত্র এসেছে সেখানে। কোনো কোনো ক্ষেত্রে তাদের ফেসবুক স্ট্যাটাস এবং জুলাই বিপ্লবের সময়কার হৃদয়বিদারক দৃশ্যগুলো স্থান পেয়েছে দেয়ালে। চিত্র আঁকার ক্ষেত্রে চোখ নাক ঠোঁট আঁকা হয়নি, কেবল মুখাবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। স্থান পেয়েছে ১৯৬৯ সালে টিএসসিতে সংঘটিত আব্দুল মালেক হত্যাকাণ্ডের বিষয়টিও।

DU2

এ বিষয়ে আরবি বিভাগের শিক্ষার্থী নাঈমুর রহমান রিদম বলেন, এটা আমাদের বিপ্লবকে আরও গ্লোরিফাই করেছে। দল মত নির্বিশেষে সবাই এই বিপ্লব ধারণ করেছে, সেটার প্রমাণ এটা।


বিজ্ঞাপন


নাম প্রকাশে অনিচ্ছুক বঙ্গবন্ধু হলের এক শিক্ষার্থী বলেন, বিষয়টি আমি পজিটিভলি দেখি। আর বৈষম্যহীন বাংলাতে তো সব মতের সহাবস্থান থাকবে, এটাই স্বাভাবিক।

আরও পড়ুন

ঢাবি এলাকা ঘুরে বিপ্লবীদের গ্রাফিতি দেখলেন ড. ইউনূস

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক এসএম ফরহাদ এ বিষয়ে ঢাকা মেইলকে বলেন, ক্যাম্পাসে গত ১৬ বছরে যতগুলো নারকীয় হত্যাকাণ্ড এবং ছাত্র নির্যাতন হয়েছে, সব কটি ফুটিয়ে তোলার জন্য আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি।

DU3

পাকিস্তান আমলে হত্যাকাণ্ডের শিকার হওয়া আব্দুল মালেকের দেয়াল চিত্রের ব্যাপারে এস এম ফরহাদ বলেন, দেখুন আব্দুল মালেকের হত্যাকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সবচেয়ে ওয়েল ডকুমেন্টেড হত্যাকাণ্ড। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন মিলে সুসংগঠিত ও সুপরিকল্পিত প্রথম হত্যাকাণ্ড এটি। এখানে শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসবাদের সর্বপ্রথম ঘটনা থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের শহীদ হওয়া ব্যক্তিদের চিত্রও ফুটিয়ে তোলা হয়েছে। এরপর হাল আমলে ফয়সাল আহমেদ শান্তও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কিন্তু তিনি শিকার হয়েছেন জুলাইয়ে। এভাবে বাংলাদেশে হত্যাকাণ্ডের শিকার সবাইকে আনা সম্ভব না হলেও একটা অংশকে দেয়াল চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে বড় প্রশ্ন হলো, এই ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত হয়েছে এবং এটি ছাত্র হত্যা। আর তাই শিবির এটা তাদের দেয়ালচিত্র কার্যক্রমে সংযুক্ত করেছে।

আরএ/জেবি

 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর