আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ অন্যান্য ফ্যাসিবাদী শক্তির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কফিন মিছিল করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (২০ নভেম্বর) ক্যাম্পাসে টিএসসি এলাকা থেকে ‘কফিন মার্চ অফ ফ্যাসিজম’ ব্যানারে মিছিলটি বের করা হয়।
বিজ্ঞাপন
‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা’র ব্যানারে মিছিলে অংশগ্রহণকারীরা একটি কফিন বহন করেন এবং ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এসময় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, আন্দোলনে যারা হাত-পা হারিয়েছেন তারা আর কখনও তা ফিরে পাবেন না। শহীদদের ফিরিয়ে আনা যাবে না। তাহলে আওয়ামী লীগ কেন ফিরবে? আওয়ামী লীগ ও তাদের মিত্র জাতীয় পার্টি কেন নির্বাচনে অংশ নেবে?
তিনি আরও বলেন, হাজার প্রাণের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ অর্জন করেছি। এবার সুযোগ এসেছে, কিন্তু দেখছি বড় দলগুলোর নেতারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন। তারা আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশ নিতে চান। শিক্ষার্থী ও সাধারণ মানুষ এটা হতে দেবে না।
আন্দোলনের চেতনা ধরে রাখতে এবং দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
সমাবেশে আরেক সংগঠক জিয়াউর রহমান জিয়া বলেন, ফ্যাসিবাদ পতনের একশ’ দিন পরও ফ্যাসিস্টরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে উপদেষ্টা পরিষদে যোগ দিচ্ছেন। তাদের তাড়াতে শিক্ষার্থীসহ জনগণকে আবারও ঐক্যবদ্ধ করা হবে।
/এএস