শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ঢাকা

‘আল্লামা ইকবালের দর্শনের বাস্তব প্রতিফলনই জুলাই বিপ্লব’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৪, ১০:২৮ পিএম

শেয়ার করুন:

‘আল্লামা ইকবালের দর্শনের বাস্তব প্রতিফলনই জুলাই বিপ্লব’

আল্লামা ইকবালের দর্শনের বাস্তব প্রতিফলনই জুলাই বিপ্লব বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. হাসানুজ্জামান।

শনিবার (৯ নভেম্বর) ঢাবির সিরাজুল ইসলাম লেকচার হলে ‘ধর্ম, দর্শন ও রাজনীতির কবি আল্লামা ইকবাল’ শিরোনামে আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। ব্লগসাইট ও বুদ্ধিবৃত্তিক প্লাটফর্ম ইশতেহার সেমিনারটির আয়োজন করে।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ড. হাসানুজ্জামান বলেন, ইকবালের দর্শন মূলত খুদী তত্ত্ব। এই খুদী তত্ত্বে ব্যক্তি নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে নিজেকে এমন একপর্যায়ে নিয়ে যায় যে কাব্যিক ভাষায় কিংবা রূপক অর্থে আল্লাহ তাকে জিজ্ঞেস করেন যে ‘বান্দা তুমি কি পেলে খুশি হবে।’ একটা সোসাইটিতে যখন এরকম অনেক মানুষ খুদী তত্ত্বের মধ্যে নিজেদেরকে ডেভেলপ করতে পারেন তখন একটা সোসাইটি একক উন্নত সত্তা হিসেবে কাজ করে। এই পর্যায়কে বলা হয় মিল্লাত। যেটা আমরা জুলাই বিপ্লবে দেখেছি সবাই একটি দেহ একটি প্রাণের মতো করে কাজ করেছে স্বৈরাচার হঠাতে।

প্রাবন্ধিক ও বুদ্ধিজীবী ফাহমিদুর রহমান তার বক্তব্যে ইকবালবিরোধী রাজনীতির প্রসঙ্গ টেনে বলেন, ইকবালের মত কবিকে অপরায়ন করে রাখা হয়েছে শুধুমাত্র রাজনীতির কারণে। এটা ঠিক হয়নি। ষাটের দশকে যে রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে তাতে আল্লামা ইকবালের নামে থাকা আবাসিক হলটি পর্যন্ত উৎখাত করা হয়েছে। আমি বুঝিনা আল্লামা ইকবালের মত একজনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি হল যদি থাকে তাহলে তা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্যই ব্যাপক গৌরবের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চোয়ারম্যান ড. হাসানুজ্জামান চৌধুরী, মনোচিকিৎসক, প্রাবন্ধিক ও বুদ্ধিজীবী ডা. ফাহমিদ-উর-রহমান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের অধ্যাপক সৈয়দা রাজিয়া সুলতানা।

প্রতিনিধি/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর