শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ঢাকা

‘ফেনীতে পাবলিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ’ এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ পিএম

শেয়ার করুন:

‘ফেনীতে পাবলিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ’ এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

‘ফেনীতে পাবলিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের’ আত্মপ্রকাশ ও প্রথম আনুষ্ঠানিক সভা হয়েছে। শনিবার (০৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবগঠিত এই প্লাটফর্মের আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাইদুল ইসলামের পরিচালনায় ও মুখপাত্র ওমর ফারুক এর সভাপতিত্বে এবং লিয়াজোঁ সমন্বয়ক মো. আবিদুর রহমান আবেদ এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জসিম উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিয়াজ উদ্দিন।


বিজ্ঞাপন


সভায় আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়- মু. আবদুল্লাহ আল যোবায়ের, মোহাম্মদ আবদুর রহিম, মুহাম্মদ খালেদ করিম, মফিজুর রহমান মুন্না, মো. রফিকুল ইসলাম কিরন, মারুফ ফাহিম, নোমান শিবলী, মুহাম্মদ লোকমান হোসাইন, আবদুল্লাহ আল জোবায়ের (কালবেলা), ফররুখ মাহমুদ, সাদেকুল ইসলাম, ইমরানুল হক, রাবেয়া আক্তার, চৌধুরী তাবাসসুম জাহান সাজিন ও মো. সাইফ উল্যাহ সাইফকে। 

আহ্বায়ক কমিটির পাশাপাশি একটি উপদেষ্টা কমিটিও সভায় মনোনয়ন দেওয়া হয়। তারা হলেন— ড. জসিম উদ্দিন (ঢাবি), ড. মোহাম্মদ হাসান উদ্দিন (পবিপ্রবি), নিয়াজ উদ্দিন (চবি), মেসবাহ উদ্দিন সাঈদ (ব্যাবসায়ী), শাহাদাত হোসেন (ফেনীর সময়) আরিফুল আমিন রিজভী (দৈনিক ফেনী)।

সভা সূত্রে জানা গেছে, ক্রমান্বয়ে আহ্বায়ক কমিটি ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য বৃদ্ধি করা হবে এবং বিস্তারিত কর্মসূচি প্রদান করা হবে।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর