শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অক্টোবরের বেতন ভাতার চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৪, ০৫:১০ পিএম

শেয়ার করুন:

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অক্টোবরের বেতন ভাতার চেক হস্তান্তর
ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক অনুদান বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক পিএলসি, স্থানীয় কার্যালয়ে (ইএফটি ব্যতীত) হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সরকারি এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


আগামী ১২ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে অক্টোবর মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করা যাবে বলে জানানো হয় তথ্য বিবরণীতে।

প্রসঙ্গত, নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-১০৩ ও কলেজ-১০৪ জন) শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতাদি ইএফটিতে প্রদান করা হয়েছে।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর