জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের চেয়ারম্যান হিসাবে অধ্যাপক ড. ইমরানুল হককে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানা যায়।
বিজ্ঞাপন
অফিস আদেশে বলা হয়, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত ডিন, বিজনেস স্টাডিজ অনুষদ চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ায় তার স্থলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(২) ধারামতে ইতিপূর্বে (১৮/০৮/২০২৪ তারিখ) অব্যাহতিপ্রাপ্ত চেয়ারম্যানের পরবর্তী জ্যেষ্ঠ অধ্যাপক ড. ইমরানুল হককে পরবর্তী তিন বছরের জন্য মার্কেটিং বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।
তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
প্রতিনিধি/জেবি