শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

আবরার স্মরণে জবি ছাত্রদলের মৌন মিছিল ও স্মরণসভা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৪, ০৯:১১ পিএম

শেয়ার করুন:

আবরার স্মরণে জবি ছাত্রদলের মৌন মিছিল ও স্মরণসভা

ছাত্রলীগ নেতাকর্মীদের পিটুনিতে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকীর স্মরণে মৌন মিছিল ও স্মরণসভার আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। 

সোমবার (৭ অক্টোবর) দুপুরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে বিজ্ঞান অনুষদ, কলা অনুষদ ঘুরে গুচ্ছ ভাস্কর্য চত্বরে এসে শেষ হয়। পরে এক মিনিট নিরবতা পালন করে ছাত্রদলের নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে এ মৌন মিছিল করে সংগঠনটি।

মৌন মিছিল শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী চরিত্র, বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাই। আর কোন শিক্ষাপ্রতিষ্ঠানে যেন আবরার ফাহাদের অকাল মৃত্যু না হয়, কোন সন্ত্রাসী সংগঠনের হাতে যেন আর কোন ফাহাদকে খুন হতে না হয় ছাত্রদল এই প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ।’

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর