রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

ব্রিটিশ কাউন্সিলের ‘পার্টনার স্কুলস প্রিন্সিপালস’ মিট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪, ০৯:২৯ পিএম

শেয়ার করুন:

ব্রিটিশ কাউন্সিলের ‘পার্টনার স্কুলস প্রিন্সিপালস’ মিট অনুষ্ঠিত

স্কুল প্রিন্সিপালদের সঙ্গে মতবিনিময়, অভিজ্ঞতা আদান-প্রদান, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা ও সাফল্য উদযাপন উপলক্ষে রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ১৮৩টি পার্টনার স্কুলের ২৫০ জন স্কুল লিডারের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ কাউন্সিলের ‘পার্টনার স্কুলস প্রিন্সিপালস মিট, ২০২৪’।

সম্প্রতি অনুষ্ঠিত বার্ষিক এ আয়োজনে দেশের বিভিন্ন স্কুলের নেতৃত্ব দেওয়া ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠান চলাকালে ফলপ্রসূ পরীক্ষা ব্যবস্থাপনা এবং স্কুলগুলোকে বিভিন্ন প্রয়োজনীয় সহায়তা ও সুযোগ দেওয়ার মাধ্যমে ব্রিটিশ কাউন্সিলের পার্টনার স্কুলগুলোর সঙ্গে অংশীদারত্বের সুফল নিয়ে আলোচনা করা হয়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে স্কুলের নেতৃত্ব দেওয়া ব্যক্তিরা নিজেদের মধ্যে নেটওয়ার্কিং এবং অংশীদারত্ব বাড়ানোর সুযোগ পান। অনুষ্ঠানে ১৮৩টি পার্টনার স্কুল থেকে প্রায় ২৫০ জন স্কুল লিডার অংশ নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, ‘আড়াই শ জনেরও বেশি স্কুল লিডারকে এ প্ল্যাটফর্মে একত্রিত করতে পেরে আমরা গর্বিত। এ প্ল্যাটফর্ম আমাদের সবাইকে নেটওয়ার্কিং, নিজেদের মধ্যে যোগাযোগ তৈরি এবং একে অপরের কাছ থেকে জানার ও শেখার সুযোগ করে দিয়েছে। ইওর ওয়ার্ল্ড কম্পিটিশনের বিজয়ী এবং যারা ব্রিটিশ কাউন্সিল অ্যাকশন রিসার্চ গ্রান্ট ২০২৩-২৪ লাভ করেছেন, অসামান্য সাফল্য অর্জনের জন্য তাদের অভিনন্দন।

british

অনুষ্ঠান চলাকালে ‘ইওর ওয়ার্ল্ড ভিডিও কম্পিটিশন ২০২৩-২৪’ এবং ‘পার্টনার স্কুল অ্যাকশন রিসার্চ প্রোগ্রাম’র বিজয়ীদের ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়। ‘ইওর ওয়ার্ল্ড ভিডিও কম্পিটিশন ২০২৩-২৪’-এর ৭৩ জন অংশগ্রহণকারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


এ বছর পার্টনার স্কুলগুলোর ১৫ জন গবেষক এ গ্রান্ট জিতেছেন, যার মধ্যে বাংলাদেশ থেকে রয়েছে দু’জন। এরা হলেন, বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ মো. মুরশিদুল ইসলাম এবং সিলেট ইন্টারন্যাশনাল স্কুলের ফাহমিদা শারমিন।

অনুষ্ঠানে বিশিষ্ট অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন পিয়ারসন এডেক্সেলের নেপাল ও বাংলাদেশ রিজিওনাল অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার আবদুল্লাহ আল মামুন বিন কুদ্দুস, পিয়ারসন এডেক্সেল বাংলাদেশের কাস্টমার সার্ভিস অ্যান্ড অপারেশনস অফিসার সামিন ইয়াসির হক এবং এইচএসবিসির প্রতিনিধি। সমাপনী বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট সারওয়াত রেজা।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর