ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বকনিষ্ঠতম ১০৩তম ব্যাচের ক্লাস ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে ছাত্র শিবিরের সভাপতি সাদেক কায়েম শিক্ষার্থীদের উদ্দেশ্যে ফেসবুকে একটি দিকনির্দেশনামূলক পোস্ট দিয়েছেন।
মঙ্গলবার (১ অক্টোবর) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন, "প্রাণের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জানাই আন্তরিক অভিনন্দন। আল্লাহর রহমতে তোমরা কঠোর পরিশ্রম ও যোগ্যতার মাধ্যমে এখানে আসতে পেরেছো।"
বিজ্ঞাপন
তিনি শিক্ষার্থীদের স্মরণ করিয়ে দেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মেহনতি মানুষের স্বপ্নের প্রতিষ্ঠান। এখন তোমরাও সেই স্বপ্নের অংশ। এই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়, যেমন কার্জন, ডাকসু, ও সেন্ট্রাল লাইব্রেরি, তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হবে।"
নয়নের কথায়, "তোমাদের উপর বিভিন্ন ধরনের দায়বদ্ধতা রয়েছে—ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও জাতীয়। সুতরাং, এই সুযোগ হারাতে চাইলে সতর্ক থাকো।"
তিনি বলেন, "তোমাদের মধ্যে অজস্র সম্ভাবনা রয়েছে। বিশ্ববিদ্যালয়টি তোমাদের সৃজনশীলতা বিকাশের জন্য অনেক সুযোগ দেবে। তবে মনে রাখতে হবে, প্রথম অগ্রাধিকার হবে পড়াশোনা।"
সাদেক কায়েম আরও লেখেন, "আমাদের বিশ্ববিদ্যালয় সব শ্রেণির ছাত্রদের ধারণ করে। এখানকার বৈচিত্র্য তোমাদের নতুন অভিজ্ঞতা দেবে। অন্যদের মতামত শোনা তোমার চিন্তাভাবনার পরিধি বাড়াবে।"
বিজ্ঞাপন
সবশেষে, তিনি বলেন, "বিশ্ববিদ্যালয় মুক্ত জ্ঞানচর্চার জায়গা। সুতরাং, নিজের এবং অন্যের মধ্যে কোন শ্রেষ্ঠত্বের অনুভূতি যেন তৈরি না হয়। আমাদের আগামী দিনগুলো হোক সুন্দর ও সফল। আল্লাহ আমাদের সুরক্ষা করুন। আমিন।"
আরএ/এইউ