নিখুঁত ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রবীণদের প্রতি যত্নশীল আচরণ জরুরি বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক রেজাউল করিম। ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত একটি সেমিনারে এই কথা বলেন তিনি।
প্রতি বছর ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস বিশ্বব্যাপী পালিত হয়, এবং এবারের প্রতিপাদ্য ছিল ‘মর্যাদাপূর্ণ বার্ধক্য: প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, প্রবীণদের প্রতি যত্নশীল আচরণ করে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি উল্লেখ করেন, সরকার প্রবীণদের জন্য যে ভাতা প্রদান করে, তা তাদের দায়িত্ব পালন করতে উৎসাহিত করার উদ্দেশ্যে। প্রবীণদের অধিকার রক্ষায় সরকারের কার্যকর ভূমিকা অপরিহার্য।
সেমিনারে প্রধান আলোচক অধ্যাপক মো. আবুল হোসেন বলেন, বাংলাদেশের মতো মুসলিম দেশে মা-বাবার যত্ন নেওয়ার জন্য আইন প্রণয়ন করা জরুরি। বর্তমানে দেশে ১.৫ কোটি মানুষ ৬০ বছরের ওপরে, যা ২০৫০ সালের মধ্যে অনেক বেশি হবে। কিন্তু আজকাল মেয়েরা কর্মজীবনে বেশি মনোযোগী হওয়ায় প্রবীণদের যত্নের পরিমাণ কমে গেছে। এজন্য সরকারের আরও উদ্যোগী হতে হবে।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সানজিদা ফারহানা, গবেষণা পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ। সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান এবং সেমিনারটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক বুশরা জামান। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধিসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।
এইউ
বিজ্ঞাপন