দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি ও সেক্রেটারি।
তাদের পরিচয় প্রকাশ্যে আসার পর জনমনে চলছে নানা জল্পনা-কল্পনা। এরই মধ্যে জানা গেল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির পরিচয়। তার নাম আব্দুল মোহাইমিন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
গত কয়েকদিন ধরে বিভিন্ন সূত্র ও তাদের বেশ কয়েকজন নেতাকর্মীদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক শিবিরের এক নেতা বলেন, আব্দুল মোহাইমিন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন। মাস্টার্সে তার রেজাল্ট ৩.৬৮। চাঁপাইনবাবগঞ্জ জেলায় তার বাড়ি।
প্রতিনিধি/এসএস

