বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ঢাকা

ঢাবিতে ক্লাস শুরু হতে পারে ২২ সেপ্টেম্বর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪০ পিএম

শেয়ার করুন:

loading/img

দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ২২ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু করার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। ক্লাস শুরু হলেও পরীক্ষা হতে আরও সময় লাগবে বলে জানা গেছে।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে এক সভায় ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।


বিজ্ঞাপন


মিটিংয়ে উপস্থিত থাকা একাধিক সূত্র জানায়, সভায় আলোচনার মাধ্যমে ২২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে আলোচনার পর সিন্ডিকেটে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শিগগিরই শুরু করার বিষয়ে সবাই একমত হয়েছেন। ক্লাস শুরু হলেও পরীক্ষাগুলো আরেকটু সময় নিয়ে নেওয়া হতে পারে বলেও সূত্র জানায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাবির প্রত্যেকটি বিভাগের চেয়ারম্যান, অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক এবং হলগুলোর প্রভোস্টরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন