মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

রুমে রুমে গিয়ে আহতদের খবর নিলেন প্রভোস্ট

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৪ পিএম

শেয়ার করুন:

রুমে রুমে গিয়ে আহতদের খবর নিলেন প্রভোস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের নবনিযুক্ত প্রভোস্ট ড. আলী রেজা প্রত্যেক রুমে রুমে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের খোঁজ-খবর নিয়েছেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে ঢাবির বিজয় ৭১ হলে অবস্থানরত আন্দোলনের আহতদের রুমে রুমে দেখতে যান ড. আলী রেজা।


বিজ্ঞাপন


মোহাম্মদ রিপন খান নামে ১৭-১৮ সেশনের ইংরেজি বিভাগের শিক্ষার্থীকে দেখতে আসেন প্রভোস্ট। রুমে এসে আহত শিক্ষার্থীর ভালো-মন্দ খোঁজখবর নেন। কিভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, আঘাতের গভীরতা কতটুকু, সে বিষয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ভাষায় খোঁজখবর নিতে দেখা যায় তাকে। 

এ বিষয়ে মোহাম্মদ রিপন ঢাকা মেইলকে জানান, আগের যারা প্রভোস্ট ছিল তারা কোনোভাবে আমাদের খোঁজ-খবর নিত না। কোনও একটা সমস্যা নিয়ে গেলে তারা ছাত্রলীগের কাছে পাঠিয়ে দিত। অতঃপর ছাত্রলীগ যথারীতি তাদের ইচ্ছামত আমাদের সাথে ব্যবহার করত। কিন্তু নতুন প্রভোস্ট আসামাত্রই তিনি আমাদের খোঁজখবর নিচ্ছেন একজন প্রভোস্টোর যেমন হওয়া উচিত তিনি তেমনি করছেন।

বিষয়টি নিয়ে ড. আলী রেজা বলেন, আমি যা করছি স্বতঃস্ফূর্তভাবে করছি। আমি আমার বিভাগেও এ সকল কার্যক্রম করে থাকি। 

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর