ঢাকার দারুননাজাত একাডেমিতে ‘জানবো সবাই শিখবো সবাই’ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) প্রতিযোগিতার গ্রান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুননাজাত একাডেমির সিইও নাজমুল ইসলাম। সভাপতিত্ব করেন দারুননাজাত একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মু. জিয়াউল হক। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রধান অতিথি নাজমুল ইসলাম বক্তৃতায় বলেন, আজকের এ আয়োজন শিক্ষার্থীদের মেধা, সৃষ্টিশীলতা, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে নিঃসন্দেহে কার্যকর ভূমিকা পালন করবে। বাস্তব জীবনের প্রতিটা ক্ষেত্রে সাধারণ জ্ঞানের ভূমিকা অনস্বীকার্য। যুগোপযোগী বিভিন্ন বিষয়ে আপডেট থাকতে হলে এসব জানার বিকল্প নেই।
তিনি বলেন, বর্তমান সময় হলো প্রতিযোগিতার সময়। এখন বসে থাকার কোনো সুযোগ নেই। বিশ্বের সাথে তাল মিলিয়ে টিকে থাকতে হলে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান-বিজ্ঞানে পিছিয়ে পড়লে আমাদের পক্ষে অন্যদের সাথে টিকে থাকা কঠিন হয়ে যাবে।
অনুষ্ঠানের সভাপতি ও দারুননাজাত একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মু. জিয়াউল হক বলেন, বিশ্বের নেতৃত্ব দিতে হলে আপনাকে অবশ্যই জ্ঞানী হতে হবে। জ্ঞান-বিজ্ঞানে অগ্রণি ভূমিকা পালন করতে হবে। জ্ঞান অর্জন ব্যতীত মুক্তি নেই। মুক্তির জন্য, শান্তির জন্য হলেও জ্ঞান অর্জন জরুরি।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে শিক্ষার্থীরা বেশ আনন্দিত ও উৎফুল্ল। তারা বলেন, দারুননাজাত একাডেমি নিয়মিতই আমাদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠান আয়োজন করে আসছে। এর মাধ্যমে নতুন বিষয় জানা ও শেখার আগ্রহ আমাদের মাঝে বৃদ্ধি পাচ্ছে।
বিজ্ঞাপন
অভিভাবকদের মাঝেও প্রতিযোগিতা নিয়ে লক্ষ্য করা যায় ব্যাপক উৎসাহ। অভিভাবক ফয়সাল আহমেদ বলেন, দারুননাজাত একাডেমি শিক্ষার্থীদের উন্নয়নে নানামুখী প্রয়াস চালিয়ে যাচ্ছে। নিয়মিত শ্রেণি কার্যক্রমের পাশাপাশি কুইজ প্রতিযোগিতা, বিতর্ক, মাসনুন দোয়া, কেরাত, ইসলামি সংগীত, চিত্রাঙ্কন, কুইজ ইত্যাদি প্রতিযোগিতা, ইসলামিক কালচারাল প্রোগ্রামসহ নানা ধরনের সহপাঠ্যক্রমের আয়োজন করে চলেছে। প্রতিষ্ঠানটি সর্বশেষ আয়োজন করল জানবো সবাই শিখবো সবাই কুইজ প্রতিযোগিতা। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত যোগ্যতা নিয়েই বড় হবে বলে আমরা বিশ্বাস করি।
জেবি

