শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে উত্তাল রাজু ভাস্কর্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৪, ০৫:১৮ পিএম

শেয়ার করুন:

ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে উত্তাল রাজু ভাস্কর্য
ছবি: ঢাকা মেইল

ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি বন্ধ এবং সাবেক স্বৈরাচারী সরকার প্রধান শেখ হাসিনার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্ররা অবস্থান গ্রহণ করেছেন।

সোমবার (১২ আগস্ট) বিকেলে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন। শিক্ষার্থীদের স্লোগানো উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা।


বিজ্ঞাপন


এর আগে কোটা আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম এক ফেসবুক পোস্টে ক্যাম্পাসে দখলদারিত্বের ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং খুনি শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন। বিকেল সাড়ে চারটা নাগাদ প্রতিটি হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হয়ে ছাত্ররা অবস্থান গ্রহণ করবেন বলে জানান তিনি।

এই আহ্বানে ছাত্ররা ‘গেস্টরুম গণরুম, এ ক্যাম্পাসে হবে না’, ‘ক্যাম্পাসে ক্যাম্পাসে হবে না, গণরুম গেস্টরুম’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক অ্যাকশন’, ‘টু জিরো টু ফোর ফ্যাসিজম নো মোর’, ‘বিচার চাই বিচার চাই খুনি হাসিনার বিচার চাই’, ‘আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান’, এসব স্লোগান দেন।

আন্দোলনে উপস্থিত রয়েছেন কোটা আন্দোলন ও স্বৈরাচার পতনের দাবিতে আন্দোলন করা আকতার হোসাইন, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আবদুল কাদের, আব্দুল হান্নান, বাকের মজুমদার, রিফাত রশিদসহ নেতারা।

আরএ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর