শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

ইডেনে র‌্যাগ ডে বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মে ২০২২, ০৯:১০ এএম

শেয়ার করুন:

ইডেনে র‌্যাগ ডে বন্ধের নির্দেশ

র‌্যাগ ডে’র নামে শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং, অপসংস্কৃতি বন্ধের নির্দেশ দিয়েছেন ইডেন মহিলা কলেজ প্রশাসন।

শনিবার (২১ মে) কলেজ অধ্যক্ষ প্রফেসর সুপ্রিয়া ভট্টাচায্য স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।


বিজ্ঞাপন


সুপ্রিয়া ভট্টাচায্য বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের র‌্যগডে বন্ধে নির্দেশনা থাকায় স্ব-স্ব বিভাগের ছাত্রীদের বিষয়টি জানানো হলো। সেই সাথে বিষয়টি বিভাগীয় প্রধানদের নজরে রাখতে বলা হয়। কেউ অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটালে ব্যবস্থা নেওয়া হবেও বলা হয় নোটিশে। 

এর আগে শুক্রবার (১৩ মে) বিকেলে ৪৮ সদস্য বিশিষ্ট ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ কমিটি দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। এর পর থেকে ক্যাম্পাসে পরিবেশ পাল্টাতে থাকে। হলে থাকা সাধারণ ছাত্রীদের নানাভাবে হয়রানি করছে নতুন কমিটির অতিউৎসাহী কিছু সদস্য। যার প্রেক্ষিতে কলেজ প্রশাসন থেকে আসলো এমন ঘোষণা। 

ডিএইচডি/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর