শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কোটা আন্দোলনকারীদের ধিক্কার জানিয়ে ৪২৩ সাবেক ছাত্রনেতার বিবৃতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৪, ১১:২৬ এএম

শেয়ার করুন:

কোটা আন্দোলনকারীদের ধিক্কার জানিয়ে ৪২৩ সাবেক ছাত্রনেতার বিবৃতি
ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনকারীদের স্বঘোষিত রাজাকার আখ্যায়িত করে এবং তাদের ধিক্কার জানিয়ে বিবৃতি দিয়েছেন ৪২৩ জন ছাত্রনেতা। তারা সকলেই ক্ষমতাসীন দলের অনুসারী। 

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ ধিক্কার জানান।


বিজ্ঞাপন


বিবৃতিতে ছাত্রনেতারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধ এবং জাতির প্রতিটি অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা ছাত্রসমাজের রক্তস্নাত ভূমিকা বাঙালি জাতির গর্বিত ইতিহাস। কিন্তু আমরা গভীর হতাশার সঙ্গে লক্ষ্য করেছি, ত্রিশ লাখ শহীদের রক্ত ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের বুকে হঠাৎ মধ্যরাতে ৭১-এর পরাজিত অপশক্তি ও তাদের উত্তরাধিকারীদের ষড়যন্ত্রে বিভ্রান্ত হয়ে কতিপয় পথভ্রষ্ট শিক্ষার্থীদের "তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার" ন্যাক্কারজনক স্লোগান সকল দেশপ্রেমিক নাগরিকের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাকে প্রবলভাবে আঘাত করেছে। 

আরও পড়ুন

ঢাবিতে শিক্ষার্থীদের তোপের মুখে হলছাড়া ছাত্রলীগ নেতাকর্মীরা

বিবৃতিতে আরও বলা হয়, সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে বাংলাদেশ যখন উন্নয়নের রোল মডেল ও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত ঠিক তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে গভীর রাতে এমন ধৃষ্টতাপূর্ণ উচ্চারণ স্বাধীনতা-সার্বভৌমত্ব, পবিত্র সংবিধান এবং লাল-সবুজের পতাকা ও মানচিত্রকে অস্বীকার করার পাশাপাশি রাষ্ট্রদ্রোহিতার শামিল। আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাবেক ছাত্রনেতৃবৃন্দ এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ ও উস্কানিমূলক স্লোগানের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাই। আমরা বিশ্বাস করি, বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বস্ত ঠিকানা দেশরত্ন শেখ হাসিনা। তাই যারা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বক্তব্যকে সঠিকভাবে অনুধাবন না করে বিকৃতভাবে শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং শিক্ষাঙ্গনে অস্থিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

বিবৃতিতে বলা হয়, আমরা দৃপ্তকণ্ঠে উচ্চারণ করতে চাই, 'বঙ্গবন্ধুর বাংলায়, রাজাকারের ঠাঁই নাই'; 'শেখ হাসিনার বাংলায় ষড়যন্ত্রকারীদের ঠাঁই নাই'। মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও মূল্যবোধ প্রতিষ্ঠায় আমরা বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, অটল, অবিচল।


বিজ্ঞাপন


কারই/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর