শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ঢাকা

ঢাবির হলে হলে ঢুকে ছাত্রলীগের ওপর হামলার অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৪, ০৪:৫৫ পিএম

শেয়ার করুন:

ঢাবির হলে হলে ঢুকে ছাত্রলীগের ওপর হামলার অভিযোগ
ছবি: সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীরা তাদের ওপর হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করছে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের ওপর শিবির-ছাত্রদল হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

সোমবার (১৫ জুলাই) বিকেলে ক্যাম্পাসে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হলে হলে ঢুকে ছাত্রলীগের ওপর হামলা চালিয়েছে শিবির-ছাত্রদলের নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


এদিকে বিজয় একাত্তর হলে হামলার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ছাত্রলীগ ও ইডেন মহিলা কলেজ ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হচ্ছেন।

এসময় তাদের দেশিও অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁঠা নিয়ে ক্যাম্পাসে শোডাউন দিতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, হামলাকারীরা কেউ কেউ মাথায় হেলমেট পরিহিত। অনেককে লাঠি নিয়ে এদিকে-ওদিক ছুটতে দেখা গেছে।

DU3

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত দাবি করেছেন, ছাত্রলীগের অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।


বিজ্ঞাপন


অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন ছাত্র আহত হয়েছেন খবর পাওয়া গেছে।

বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর