শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দাওরায়ে হাদীস পরীক্ষার ফল প্রকাশ আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মে ২০২২, ০৯:৪৮ এএম

শেয়ার করুন:

দাওরায়ে হাদীস পরীক্ষার ফল প্রকাশ আজ

কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ১৪৪৩ হিজরী বা ২০২২ সালে ফলাফল প্রকাশ হবে আজ বৃহস্পতিবার (১৯ মে)। এ উপলক্ষে দুপুর ১২টায় রাজধানীর যাত্রাবাড়ীস্থ বোর্ডের কার্যালয়ে এক যৌথসভা আহ্বান করেছে দেশের কওমি মাদরাসাসমূহের সরকার স্বীকৃত ইসলামি শিক্ষা বোর্ড আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের এর স্থায়ী কমিটি ও পরীক্ষা উপকমিটি।

আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌথ সভায় দাওরায়ে হাদীস পরীক্ষার ফলাফল উপস্থাপন করা হবে। স্থায়ী কমিটির অনুমোদন সাপেক্ষে বাদ জোহর এ বছরের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।


বিজ্ঞাপন


এবারের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৪ হাজার ৯২৯ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ১৫ হাজার ৩৬, ছাত্রীর সংখ্যা ৯৮৯৩।

এদের মধ্যে বেফাকুল মাদারিসিলি আরাবিয়া বাংলাদেশের পরীক্ষার্থী সংখ্যা ২ হাজার ৮৮৬। আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশের পরীক্ষার্থী সংখ্যা ১ হাজার ৩২০। তানযীমুল মাদারিসিল কওমিয়া বাংলাদেশের পরীক্ষার্থী সংখ্যা ৯৭০। ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়া বাংলাদেশের পরীক্ষার্থী সংখ্যা ৭৬০। বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গার পরীক্ষার্থী সংখ্যা ৫৫৮। বেফাকুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের পরীক্ষার্থী সংখ্যা ৪৩৫।

প্রসঙ্গত, সরকার ২০১৮ সালের ১১ এপ্রিল এই বোর্ডের অধীনে কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদীসকে (ইসলামী শিক্ষা ও আরবি) মাস্টার্সের সমমান মর্যাদা প্রদান করে।

বর্তমানে কওমি মাদ্রাসার ৬টি বোর্ডের অন্তর্ভুক্ত বাংলাদেশের সব ক’টি দাওরায়ে হাদীস কওমি মাদরাসা আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে নিবন্ধিত। এ গুলো হলো-বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ, আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ, তানযীমুল মাদারিসিল দ্বীনিয়া বাংলাদেশ ও জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ।
 
এসএএস/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর