মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাবির সিনেট সদস্য মনোনীত হলেন ৫ এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৪, ০২:৪২ পিএম

শেয়ার করুন:

ঢাবির সিনেট সদস্য মনোনীত হলেন ৫ এমপি
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট সদস্য হিসেবে পাঁচজন সংসদ সদস্যকে (এমপি) মনোনয়ন দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সোমবার (২৯ এপ্রিল) সংসদের উপসচিব মো. মাহবুব জামিল স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


চিঠিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩-এর আর্টিক্যাল ২০(১)(ই) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে নিম্নোক্ত পাঁচজন সংসদ সদস্যকে স্পিকার মনোনয়ন প্রদান করেছেন।

আরও পড়ুন

আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, ছুটিই থাকছে স্কুল-মাদরাসা

নতুন সিনেট সদস্যরা হলেন- জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ, সংরক্ষিত মহিলা আসন-৩৩ এর সংসদ সদস্য বেগম মেহের আফরোজ, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট ১০৫ জন সিনেট সদস্য থাকেন। তার মধ্যে পাঁচজনকে মনোনীত করে থাকেন জাতীয় সংসদের স্পিকার।


বিজ্ঞাপন


এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর