মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টানা পাঁচদিনের ছুটি প্রাথমিকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৪, ০৫:০৯ পিএম

শেয়ার করুন:

টানা পাঁচদিনের ছুটি প্রাথমিকে
ছবি: সংগৃহীত

তীব্র তাপপ্রবাহের কারণে উচ্চ আদালতের নির্দেশে আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়। তিনদিনের এই ছুটির সঙ্গে যুক্ত হবে শুক্র ও শনিবারের সরকারি ছুটিও। ফলে টানা পাঁচদিনের ছুটি পাচ্ছেন প্রাথমিকের শিক্ষক ও শিক্ষার্থীরা। 

সোমবার (২৯ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিশুশিক্ষার্থীদের সুরক্ষা বিবেচনায় আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। 


বিজ্ঞাপন


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ জানান, আদালতের নির্দেশ মেনে দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আরও পড়ুন
দেশের সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ ঘোষণা

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন বলেন, সারাদেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার বন্ধ থাকবে। 
 
যদিও তাপমাত্রা ও তাপপ্রবাহের পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার (৩০ এপ্রিল) দেশের কিছু জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা এবং রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় মঙ্গলবার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

অবশ্য শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির কিছুক্ষণ পরই আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেন দেশের সর্বোচ্চ আদালত। আদালতের নির্দেশ মেনে প্রাথমিকে বন্ধ ঘোষণা করা হলেও এ ব্যাপারে নিজেদের অবস্থান জানায়নি শিক্ষা মন্ত্রণালয়।  


বিজ্ঞাপন


এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর