বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ঢাকা

প্রাথমিক বিদ্যালয় শনিবার বন্ধই থাকবে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৩৯ পিএম

শেয়ার করুন:

প্রাথমিক বিদ্যালয় শনিবার বন্ধই থাকবে

তীব্র গরমে পাঁচ কর্মদিবস বন্ধ থাকার পর অবশেষে খুলতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। রোববার (২৮ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হওয়ার পাশাপাশি শিখন ঘাটতি পূরণে এখন থেকে শনিবারও চলবে পাঠদান। তবে অন্যান্য পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও আপাতত শনিবার দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (২৭ এপ্রিল) মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার স্বাক্ষরিত আদেশে তীব্র তাপপ্রবাহে প্রাথমিক বিদ্যালয় পরিচালনায় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে কি না, তা নিয়ে কোনো তথ্য নেই।


বিজ্ঞাপন


শনিবারের ছুটির বিষয়ে উপসচিব আক্তারুন্নাহার গণমাধ্যমকে বলেন, ‘নির্দেশনায় শনিবার খোলার বিষয়ে যেহেতু কিছু বলা নেই, মানে শনিবার বন্ধ থাকবে।‌’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, ‘শনিবার ছুটি বাতিল নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কোনো প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস হবে কি না, সেই সিদ্ধান্ত শিক্ষকরাই নেবেন। তারা যদি মনে করেন, শিক্ষার্থীদের শিখন ঘাটতি রয়েছে, তাহলে নিজেরা আলোচনা করে শনিবার বিদ্যালয় খোলা রাখতে পারবেন। এ বিষয়েও আমরা নির্দেশনা দিয়েছি।’

অন্যদিকে, গত ২৫ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘তাপদাহ এবং অন্যান্য কারণে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকার ফলে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণ এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণি কার্যক্রম চলবে।’

বিইউ/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর