মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নেতাকর্মীদের নিয়ে প্রকাশ্যে বুয়েটে ঢুকল ছাত্রলীগ

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৪, ০৪:১৬ পিএম

শেয়ার করুন:

নেতাকর্মীদের নিয়ে প্রকাশ্যে বুয়েটে ঢুকল ছাত্রলীগ

বুয়েটে ছাত্র রাজনীতি ফেরানোর দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার পর নেতাকর্মীদের নিয়ে প্রকাশ্যেই বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।

আজ রোববার (৩১ মার্চ) দুপুর আড়াইটার দিকে কয়েকশ নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করে শহীদ মিনারে ফুল দেন তারা। এরপর অল্প সময়ের মধ্যেই বুয়েট ত্যাগ করেন। এ সময় বুয়েটের মূল ফটক ও বিভিন্ন হলের প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়।


বিজ্ঞাপন


বুয়েট ক্যাম্পাসে যাওয়ার আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে বুয়েটে ছাত্র রাজনীতি ফেরানোর দাবিতে ‘আলটিমেটাম’ দেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় যে অন্যায্য, সংবিধান বিরোধী, মৌলিক মানবাধিকার বিরোধী এবং একই সঙ্গে সুস্পষ্টভাবে খোলামেলা শিক্ষা বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এখানে আমরা এখানে দাঁড়িয়েছি।

তিনি বলেন, এদেশের মানচিত্র, এদেশের মানুষের ভোট এবং ভাতের অধিকারের জন্য বুলেট-বেয়নেট দিয়ে যে সংগঠনের কর্মীরা লড়াই করেছে, যে সংগঠনের কর্মীদের রক্ত লেগে আছে পাকিস্তানের কারাগারে, সেই সংগঠনের কর্মী হওয়ার কারণে কাউকে যদি নিষিদ্ধ করা হয় সেই এলাকাকেই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। 

সাদ্দাম হোসেন বলেন, ন্যায্য কথা যদি একজনও বলে আমরা তার কথা মেনে নেব। স্বাধীনতা বিরোধী মৌলবাদীরা যতজনই হোক রাব্বির (হল থেকে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা) জন্য, মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য ছাত্রলীগ লড়াই করে যাবে। এই সংবিধার আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের অধিকার দিয়েছে।


বিজ্ঞাপন


২০১৯ সালে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার পর আন্দোলনের মুখে ওই ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হয়।

গত বৃহস্পতিবার গভীর রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, দপ্তর সম্পাদকসহ অনেকে বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করলে এর প্রতিবাদে শুক্রবার থেকে ফের আন্দোলন শুরু হয়। শিক্ষার্থীদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের বিধিমালা লঙ্ঘন করে পুরকৌশল বিভাগের ২১তম ব্যাচের ছাত্র ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইমতিয়াজ হোসেন রাহিম এ সমাগম ঘটান।

এ ঘটনায় শুক্রবার বিকালে বুয়েটের শহীদ মিনারের সামনে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেন। তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালকের (ডিএসডব্লিউ) কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ দেখান। এরপর রাতে বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ফোরকান উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইমতিয়াজ হোসেন রাহিমের হলের সিট বাতিল করা হয়। পাশাপাশি বিষয়টি তদন্তে কমিটি গঠন করে ৮ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।

এদিকে ইমতিয়াজকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করাসহ ছয় দফা দাবিতে রোববার সকাল থেকে ফের বিক্ষোভের ঘোষণা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে রোববার সকাল থেকে ক্যাম্পাসে তাদের কোনো তৎপরতা দেখা যায়নি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর