গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের (জিইউবি) আইন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে অ্যাডভোকেট ইউসুফ পাটোয়ারী ও সাধারণ সম্পাদক হিসেবে জিল্লুর রহমানকে নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) এ কমিটি গঠন করা হয়। ২১ সদস্য বিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটি দায়িত্ব পালন করবে আগামী এক বছর।
বিজ্ঞাপন
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট কামাল উদ্দিন, অ্যাডভোকেট মিরাজুল ইসলাম ও ফরহাদ হোসেন।
এছাড়া কোষাধ্যক্ষ অ্যাডভোকেট হুমায়ুন করিম সিদ্দিকী, সহ-কোষাধ্যক্ষ সাজেদুল ইসলাম রুবেল, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান ও ফারহানা শ্রাবনী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রিপন, সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম, প্রচার সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ সালেহীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরুপ রতন শাহা, দফতর সম্পাদক অ্যাডভোকেট এসএম জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এস এম আশিকুজ্জামান, বি এম শাহরিয়ার মাজিদ, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট কাওছার জামান সুন্নি ও অ্যাডভোকেট জালাল আহমেদ।
বিজ্ঞাপন
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ল’ অ্যালমানাই অ্যাসোসিয়েশন সাবেক সকল শিক্ষার্থীদের মেলবন্ধনে আবদ্ধ করার জন্য ও বিশ্ববিদ্যালয়ের সময় উপযোগী শিক্ষাব্যবস্থা এবং ভার্সিটির পরিচালনা পর্ষদ নতুন ক্যাম্পাসে শিক্ষা, খেলাধুলা ও বিনোদনের জন্য গ্রিন ইউনিভার্সিটি অন্যন্য।
এরমধ্যে ডিপার্টমেন্ট অফ ল’ এর ডিন প্রফেসর ড. মোহাম্মাদ তারেক আজিজের নির্দেশনায় এবং ডিপার্টমেন্ট অফ ল’র চেয়ারপারসন ড. মো. আরিফুজ্জামানের তত্ত্বাবধানে উক্ত কমিটি গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো. মেহেদী হাসান, সদস্য, সহকারী অধ্যাপক মো. আবু নাঈম মিয়াজি, প্রভাষক ও প্রোগ্রাম সাইফুল ইসলাম, প্রভাষক বিশ্বজিত ঘোষের আন্তরিক সহযোগিতায় ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি গঠন করা হয়।
এআইএম/এমএইচএম

