সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

জবির ম্যানেজমেন্ট বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৪, ০৭:৪৯ পিএম

শেয়ার করুন:

জবির ম্যানেজমেন্ট বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান হিসাবে অধ্যাপক মো. মিজানুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সদ্য সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মহিউদ্দিনের স্থলাভিষিক্ত হয়েছেন।

রোববার (০৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 


বিজ্ঞাপন


অফিস আদেশে বলা হয়, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মহিউদ্দিনের-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্তির মেয়াদ আগামী ০৫ মার্চ পূর্ণ হবে বিধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(২) ধারা অনুযায়ী উক্ত বিভাগের অধ্যাপক মো. মিজানুর রহমান-কে পরবর্তী তিন বছরের জন্য ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এই আদেশ ০৬ মার্চ থেকে কার্যকর হবে।

এ বিষয়ে অধ্যাপক মো. মিজানুর রহমান বলেন, আমি দায়িত্ব নিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। বিশেষ করে নতুন শিক্ষার্থীদের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধান করার চেষ্টা করব। সকলের সহযোগিতায় বিভাগটিকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে চাই।

প্রতিবেদক/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর