শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শিক্ষার্থীদের ‘অসমাপ্ত আত্মজীবনী’ দিল জবি ছাত্রলীগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৪ পিএম

শেয়ার করুন:

শিক্ষার্থীদের ‘অসমাপ্ত আত্মজীবনী’ দিল জবি ছাত্রলীগ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দিতে 'অসমাপ্ত আত্মজীবনী' বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

রোববার (১১ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে 'বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ' প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে সংগঠনটি। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১০০টি বই বিতরণ করা হয়।


বিজ্ঞাপন


কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘অসমাপ্ত আত্মজীবনী বইটিতে কয়েকটি দর্শন রয়েছে। এই দর্শনটাকে আমরা অনুধাবন করতে পারলে বাংলাদেশ ছাত্রলীগকে অনেকদূর এগিয়ে নিয়ে যেতে পারব।’

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজী বলেন, ‘বঙ্গবন্ধুর আত্মজীবনী তরুণদের জন্য পথপ্রদর্শক। সংগ্রাম, জেল-জীবন থেকে কীভাবে রাজনৈতিক নেতা হয়ে ওঠা যায় সেটা বঙ্গবন্ধুর আত্মজীবনীতে রয়েছে। আত্মজীবনী পড়লেই বঙ্গবন্ধুকে সম্পর্কে জানতে পারবে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, ‘বাঙালির মানসচেতনায় সময়ের দলিল অসমাপ্ত আত্মজীবনী। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তার মগ্নতা গভীরভাবে রূপায়িত হয়েছে, অন্যদিকে নিজের রাজনৈতিক জীবন তখনকার সময়ের পটভূমিতে চমৎকারভাবে তিনি উঠিয়ে এনেছেন। বঙ্গবন্ধুকে গভীরভাবে জানতে হলে এবং ধারণ করতে হলে অসমাপ্ত আত্মজীবনী প্রতিটি শিক্ষার্থীকে অবশ্যই পাঠ করতে হবে। শিক্ষার্থীদের অসমাপ্ত আত্মজীবনী পাঠ করার উদাত্ত আহ্বান জানাই।’

'বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ' প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী।


বিজ্ঞাপন


প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর