ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, লিঙ্গ সমতা নিশ্চিত করার মাধ্যমে বেগম রোকেয়া সমাজের পরিবর্তন ঘটাতে চেয়েছিলেন।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজিত ‘রোকেয়া স্মারক বক্তৃতা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে একথা বলেন তিনি।
বিজ্ঞাপন
উন্নয়নের মূলধারায় নারীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, নারী-পুরুষ সমান তালে না চললে সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি অর্জন সম্ভব নয়। এ সময় বেগম রোকেয়ার আদর্শ অনুসরণের জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি।
বিভাগের চেয়ারপারসন ড. উম্মে বুশরা ফাতেহা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন ‘জেন্ডার ডিজাস্টার নেক্সাস: দুওয়ার্ডস এ সোশ্যালি ইনক্লুসিভ অ্যান্ড ইন্টারসেকশনালিটি অ্যাপ্রোচ’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন।
বিজ্ঞাপন
এছাড়া অনুষ্ঠানে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ৩ জন কৃতী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
এইউ

