হবিগঞ্জ ইকরা বাংলাদেশ স্কুল ও ইকরা তাহফিজুল কুরআন মাদরাসার নতুন হিফজ শিক্ষার্থীদের সবক প্রদান করেছেন বিশ্বজয়ী হাফিজ তরীকুল ইসলাম।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে হিফজ শিক্ষার্থীদের সবক প্রদান করেন। সবক প্রদানের আগে উপস্থিত সবাইকে নিজের তেলাওয়াতও শোনান তরীকুল। তিনি ইকরার অভিভাবকদের উদ্দেশে বলেন, দয়া করে কেউ শিশুদের হাতে মোবাইল দেবেন না। এদের হৃদয় নরম। এদের ভিন্ন দিকে ফিরিয়ে দেবেন না।
বিজ্ঞাপন
উদ্বোধনী বক্তব্যে ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জের প্রিন্সিপাল হাফিজ মাওলানা মাসউদুল কাদির বলেন, আমরা শিশুদের মননের বিকাশ ঘটাতে চাই। আকাবিরের পথ অনুসরণ করতে চাই। শিশুর মননে আস্থা ফিরিয়ে আনতে চাই। তাকে কীভাবে বেড়ে উঠতে হবে এবং কার মতো করে বেড়ে উঠতে হবে সেটা জানাতে চাই।
প্রধান অতিথির আলোচনায় ইকরার জেনারেল ও ইসলাম শিক্ষা সমন্বয়ের প্রশংসা করে জামিয়া আরাবিয়া উমেদনগরের প্রিন্সিপাল হাফিজ মাওলানা মাসরুরুল হক বলেন, ইকরা উত্তরোত্তর সাফল্য কামনা করি। এমন একটি ভালো প্রতিষ্ঠানের খুবই প্রয়োজন। হবিগঞ্জের মানুষদের জন্য ইকরা রহমতস্বরূপ। আজকে শিশুদের মনন নিয়ে খেলা হচ্ছে। পরিকল্পিতভাবে কার্টুন তৈরি করে মগজ ধোলাই করা হচ্ছে। এ মুহূর্তে কোরআনিক স্কুল, ইকরার মতো স্কুলের গুরুত্ব অনেক বেশি। আমরা ইকরার সাফল্যের অংশীদার হতে চাই।

হবিগঞ্জ মারকাজ মসজিদের খতিব মাওলানা মাসউদুর রহমান বেলাল বলেন, জেনারেল ও ইসলাম শিক্ষা সমন্বয়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ইকরা। এ শহরে আর নেই। ইকরা নিজস্ব জায়গায়, নিজেদের অবস্থান আরও শক্তিশালী করুক। আমরা পাশে থাকব ইনশাআল্লাহ।
বিজ্ঞাপন
সভাপতির আলোচনায় ইকরা উপদেষ্টা মশিউর রহমান শামীম বলেন, এ শহরে ইকরা শাখা খোলার জন্য আমিই প্রতিষ্ঠানটির প্রিন্সিপালকে অনুরোধ করেছিলাম। আল্লাহর মেহেরবানিতে ইকরা ভালো করছে। আরও ভালো করবে ইনশাআল্লাহ।
মাওলানা হুমায়ুন আশরাফের পরিচালনায় আরও বক্তব্য দেন মুফতি সাইদুজ্জামান নূর, মাওলানা মোজাহিদ আলী, অ্যাডভোকেট এ এফ এম খায়রুল ইসলাম, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, ফারুক আহমেদ, আবদুল গফুর তালুকদার প্রমুখ।
বর্ষসেরা শিক্ষক সম্মাননা ২০২৩ লাভ করেছেন ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জের শিক্ষক শরিফ আহমদ ও ইকরা তাহফিজুল কোরআন মাদরাসার শিক্ষক হাফিজ বদরুল আলম কাসেম। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের মাথায় সম্মানের পাগড়ি পরিয়ে দেওয়া হয়।
জেবি

