শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিসিএস শিক্ষা সমিতির প্রত্যাশা

শিক্ষা ক্যাডারের সঙ্কট দূর করতে উদ্যোগী হবেন নতুন মন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৪, ০১:১৫ পিএম

শেয়ার করুন:

শিক্ষা ক্যাডারের সঙ্কট দূর করতে উদ্যোগী হবেন নতুন মন্ত্রী

নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া সাবেক উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীকে অভিনন্দন জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। নতুন শিক্ষামন্ত্রী বাংলাদেশ সিভিল সার্ভিসের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ক্যাডার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল সঙ্কট দূরীভূত করতে উদ্যোগ নেবেন। পাশাপাশি শিক্ষকদের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখার ক্ষেত্রে সুদূরপ্রসারী ও যুগান্তকারী ভূমিকা রাখবেন বলে প্রত্যাশার কথা জানিয়েছেন সংগঠনটির নেতারা।

শনিবার (১৩ জানুয়ারি) বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী ও মহাসচিব মো. শওকত হোসেন মোল্যা স্বাক্ষরিত এক বিবৃতিতে এমন প্রত্যাশার কথা জানানো হয়েছে।


বিজ্ঞাপন


বিবৃতিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির পক্ষ থেকে নতুন শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে নেতৃদ্বয় বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার রূপান্তরের যে ধারা শুরু হয়েছে তার সুদক্ষ নেতৃত্বে বৈশ্বিক পরিবর্তিত প্রেক্ষাপটে অভিযোজনে সক্ষম, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ, মানবিক, যোগ্য ও দক্ষ বিশ্বনাগরিক তৈরি হবে।

তারা বলেন, বিগত মন্ত্রিসভার শিক্ষা উপমন্ত্রী হিসেবে তার অভিজ্ঞতা নিঃসন্দেহে শিক্ষার রূপান্তরকে আরও বেগবান করবে। এর মাধ্যমেই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১-এর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অভীষ্ট অর্জিত হবে।

তারা নতুন মন্ত্রীর কাছে নিজেদের প্রত্যাশার কথা জানিয়ে বলেন, আমাদের প্রত্যাশা তার কার্যকর উদ্যোগ বাংলাদেশ সিভিল সার্ভিসের অন্যতম বৃহৎ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যাডার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল সঙ্কট দূরীভূত হবে। শিক্ষকদের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখার ক্ষেত্রে তার ভূমিকা হবে সুদূরপ্রসারী ও যুগান্তকারী। প্রতিষ্ঠিত হবে একটি স্মার্ট শিক্ষা ব্যবস্থা।

একইসাথে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন দাবি করে তার প্রতিও কৃতজ্ঞতা জানান শিক্ষক সমিতি।


বিজ্ঞাপন


নেতৃদ্বয় বলেন, শিক্ষায় রূপান্তরের যে ধারা ডা. দীপু মনি শুরু করেছিলেন দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে আমরা তার সফলতা কামনা করছি।

বিইউ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর