শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

বেফাক পরীক্ষায় পাসের হার ৭৩.৮৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

বেফাক পরীক্ষায় পাসের হার ৭৩.৮৮ শতাংশ

বাংলাদশে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) দুপুরে যাত্রাবাড়ী বেফাক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ফলাফল ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন


বেফাক সভাপতি আল্লামা মাহমুদুল হাসানের পক্ষ থেকে বোর্ডের মহাপরিচালক মাওলানা যুবায়ের আহমাদ ফলাফলের সারসংক্ষেপ পড়ে শোনান।

এই পরীক্ষায় ১৭ হাজার ৭১৪টি মাদরাসার দুই লাখ ৬১ হাজার ৫৯৩ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন দুই লাখ ২৫ হাজার ৬৩১ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র এক লাখ দুই হাজার ৭২৭ জন এবং  ছাত্রী এক লাখ ২২ হাজার ৯০৪ জন। মোট পাস করেছেন এক লাখ ৬৬ হাজার ৬৯১ জন। যার গড় পাসের  হার ৭৩.৮৮ শতাংশ। এর মধ্যে মুমতাজ ৩৩৪৩৩ জন, জায়্যিদ জিদ্দান ৩৭৬৬৫ জন, জায়্যিদ ৪০৯০৭, মাকবুল ৫৪৬৮৩ জন।

গত ১৬ মার্চ আট দিনব্যাপী এই পরীক্ষা সম্পন্ন হয়। ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষায় সব ধরনের অনিয়মরোধে ডিজিটাল পদ্ধতি অবলম্বন করে বেফাক কর্তৃপক্ষ।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর