শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

জাবির নির্মাণাধীন ছয় হলের উদ্বোধন জুনে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২, ১২:১১ পিএম

শেয়ার করুন:

জাবির নির্মাণাধীন ছয় হলের উদ্বোধন জুনে
ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নির্মাণাধীন ছয়টি আবাসিক হল চলতি বছরের জুনে উদ্বোধন হতে পারে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) প্রকৌশলী মো. নাসির উদ্দিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ছাত্র ও ছাত্রীদের পৃথক তিনটি করে মোট ছয়টি হলের নির্মাণকাজ প্রায় শেষ দিকে। এরইমধ্যে হলগুলোর ৮৫ থেকে ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজগুলো জুন মাসের মধ্যেই হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


বিজ্ঞাপন


প্রকৌশলী মো. নাসির উদ্দিন বলেন, জুন মাসে কাজ শেষ হয়ে গেলেই হল উদ্বোধন করা যাবে। এরপরই শিক্ষার্থীরা নতুন হলে উঠতে পারবেন।

তিনি আরও বলেন, শিগগিরই উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারসহ আরও গুরুত্বপূর্ণ স্থাপনার নির্মাণকাজ শুরু হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়নের জন্য ১ হাজার ৪৪৫ কোটি টাকার প্রকল্প বরাদ্দ দেয় সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এই প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে দশতলাবিশিষ্ট ছয়টি আবাসিক হল নির্মাণ করা হচ্ছে। 

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর