শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

জাবির সঙ্গে দক্ষিণ কোরিয়ার কিইয়ং হি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২, ০৬:০৪ পিএম

শেয়ার করুন:

জাবির সঙ্গে দক্ষিণ কোরিয়ার কিইয়ং হি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা
ছবি : ঢাকা মেইল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সঙ্গে কোরিয়ার কিইয়ং হি বিশ্ববিদ্যালয়ের (Kyung Hee university) বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কোষাধ্যক্ষ অফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়।


বিজ্ঞাপন


সমঝোতা চুক্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার এবং কিইয়ং হি বিশ্ববিদ্যালয়ের পক্ষে ক্যানসার প্রিভেনটিভ ম্যাটেরিয়াল ডেভলপমেন্ট সেন্টারের প্রধান ড. বঙ লি কিম (Dr. Bonglee Kim) স্বাক্ষর করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ চুক্তি সম্পাদনে বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার খসরু পারভেজ মাধ্যম হিসেবে ভূমিকা পালন করেছেন। এ চুক্তির আওতায় কিইয়ং হি বিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা দ্বি-পাক্ষিক শিক্ষা ও গবেষণা, সেমিনার ইত্যাদি কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পাবেন।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর