শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ঢাকা

ঢাবির সমাজবিজ্ঞানের নতুন চেয়ারম্যান জিনাত হুদা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:২২ পিএম

শেয়ার করুন:

ঢাবির সমাজবিজ্ঞানের নতুন চেয়ারম্যান জিনাত হুদা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. জিনাত হুদা।

রোববার (৩ ডিসেম্বর) তার নিয়োগসংক্রান্ত চিঠিতে উপাচার্য স্বাক্ষর করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।  


বিজ্ঞাপন


নতুন দায়িত্ব সম্পর্কে ড. জিনাত হুদা ঢাকা মেইলকে বলেন, আমার প্রধান উদ্দেশ্য হবে বিভাগের শিক্ষার্থীরা যেন নিয়মিত ক্লাসগুলো করতে পারে। তাদের পরীক্ষা এবং রেজাল্ট প্রকাশে যেন বিলম্বিত না হয়। এ বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব পাবে আমার কাছে। একই সাথে আমি বলব, প্রথাগত বিদ্যার পাশাপাশি সমাজ সচেতনতা, পরোপকার, ক্রীড়া এবং সংস্কৃতি জগতের সাথে সম্পৃক্ত হওয়া। অর্থাৎ একজন পরিপূরণ মানুষ হওয়ার জন্য যে উপাদানগুলো দরকার সেগুলো সমাজবিজ্ঞান তার শিক্ষার্থীদের দিয়ে থাকে। সমাজবিজ্ঞান বিভাগ যাতে আরও অগ্রসর হতে পারে এবং আমাদের শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা লাভ করতে পারে, বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে তারা পড়তে যেতে পারে এবং পড়াতে পারে সেই চেষ্টাই থাকবে। সর্বোপরি দেশ এবং সমাজের যেন উপকারে আসে এমন শিক্ষিত মানুষ গড়ার চেষ্টা থাকবে।    

আরও পড়ুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য ড. সাদেকা হালিম 


বিজ্ঞাপন


ড. জিনাত হুদা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কে এম শামসুল হুদা (প্রাক্তন এমপি) ও ফরিদা শামসুল হুদার জ্যেষ্ঠ কন্যা। শিক্ষাজীবনে ড. হুদা স্নাতকে প্রথম শ্রেণি এবং সহ-শিক্ষা কার্যক্রমে কৃতিত্বের জন্য বেগম রোকেয়া মেমোরিয়াল স্বর্ণপদক ও সমাজবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ায় নাজমুল করিম মেমোরিয়াল স্বর্ণপদক লাভ করেন।

তিনি যুক্তরাজ্যের টপ র‍্যাংকিং বিশ্ববিদ্যালয় দ্যা ইউনির্ভাসিটি অব ওয়ারউইক থেকে ২০০৫ সালে পিএইচডি অর্জন করেন। ১৯৯৩ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে তিনি শিক্ষকতা জীবন শুরু করেন। পরবর্তী সময়ে ১৯৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজ বিজ্ঞান বিভাগে যোগদান করেন এবং ২০০৯ সাল থেকে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

ড. জিনাত হুদা বর্তমানে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বেও রয়েছেন এই অধ্যাপক।

প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর