আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এক সংবাদ সম্মেলনে দলটি এই ঘোষণা দেয় ।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান। তিনি বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী বুধবার (২৯ নভেম্বর) ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ। ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল এ নির্বাচন বর্জন করায় আমরা মনোনয়ন পত্র জমা দেইনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের এই সিদ্ধান্তে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই। এর আগেও বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের নির্বাচনে আমাদের দৃঢ় অবস্থান ছিলো। যেই শিক্ষক সমিতি দেশের অগণতান্ত্রিক সরকারের হাতকে শক্তিশালী করে সেই সমিতিতে কখনোই সাদা দল থাকবে না।
লিখিত বক্তব্যে অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কাছে কেবল আমাদের নয়, জাতির প্রত্যাশা ছিল ঐতিহ্য অনুযায়ী তারা বর্তমান সরকারের অগণতান্ত্রিক ও স্বৈরাচারী ভূমিকার প্রতিবাদ জানাবে। জন দাবি অনুযায়ী গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত রাখার লক্ষ্যে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের দাবিতে সোচ্চার ভূমিকা পালন করবে। কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ করছি যে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সেটি তো করেই নি, বরং তারা তাদের নানা কর্মকাণ্ডের মাধ্যমে গত দেড় দশক ধরে বর্তমান সরকারের অন্যায়, অন্যায্য ও অগ্রণতান্ত্রিক কার্যক্রমকে শর্তহীনভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের অপকৌশলকেও সমর্থন দিচ্ছে। এ অবস্থানের কারণে শিক্ষক সমিতি দেশের সুশীল সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষেরও তীব্র সমালোচনার মুখে পড়ছে। এটি কোনোভাবেই কাম্য নয়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের কাছেই নয়, গোটা জাতির কাছে শিক্ষক সমিতি নির্বাচন সবসময়ই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। সাদা দল গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একটি পেশাজীবী সংগঠন। নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনে বিশ্বাসী বলে দলটি বিশ্ববিদ্যালয়ের সকল ফোরামের নির্বাচনে সবসময় অংশ নিয়ে আসছে। এরই ধাবরাবাহিকতায় ফলাফল যাই হোক না কেন, সবসময় এ দলটি শিক্ষক সমিতির নির্বাচনেও অংশ গ্রহণ করে। কিন্তু এবার বিশ্ববিদ্যালয় এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আসন্ন নির্বাচনে অংশগ্রহণের পরিবেশ অনুকূল বলে আমরা মনে করি না। দেশে একটি একতরফা জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বর্তমান সরকার এবং তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন। এর প্রতিবাদে গণতান্ত্রিক শক্তিসমূহের পরিচালিত আন্দোলনে আমরাও সমর্থন জানিয়ে আসছি। আমরা মনে করি, দেশে বিরাজমান পরিস্থিতিতে আসন্ন শিক্ষক সমিতির নির্বাচনে অংশগ্রহণ করার চেয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে পরিচালিত আন্দোলনের গুরুত্ব অনেক বেশি। আমরা চাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন শিক্ষক সমিতি নির্বাচিত হোক যেটি ভোটাধিকার হরণকারী অগণতান্ত্রিক ও ফ্যাসিস্ট সরকারের হাতকে শক্তিশালী করবে। তাই গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত সাদা দলের সাধারণ সভায় গৃহীত সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক সাদা দল আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠেয় "ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকর পরিষদ নির্বাচন ২০২৪" বর্জন করছে। আমরা আশা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবেকবান শিক্ষকগণ ও গণতন্ত্রকামী দেশপ্রেমিক জনগণ আমাদের এ সিদ্ধান্তকে স্বাগত জানাবে।
প্রতিনিধি/এমএইচএম

